বাংলাদেশ শিশু একাডেমী, কক্সবাজার জেলা শাখা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন একটি জেলা শাখা অফিস। শিশুদের শারিরিক ,মানসিক ও সাংস্কৃতিক বিকাশ সাধন এই অফিসের মূল লক্ষ্য। সাংস্কৃতিক প্রশিক্ষণ , প্রাক-বিদ্যালয় পরিচালনা, বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনসহ শিশু অধিকার সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ড পরিচালনা এর প্রধান কাজ। কক্সবাজার শিশু একাডেমি হলিডে মোড়ে অবস্থিত। কক্সবাজার জেলা শিশু একাডেমী কার্যালয় নভেম্বর ১৯৯৩ইং সনে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ শিশু একাডেমী, কক্সবাজার জেলা শাখা শিশুদের সৃজনশীলতা ও মনন বিকাশের একটি প্রতিষ্ঠান। এখানে নিয়মিত প্রতি বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার সকালে সংগীত, চিত্রাংকন ও নৃত্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া শিশুদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী (যেমন : শিশু আনন্দমেলা, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশুদের মৌসুমী প্রতিযোগিতা, নবান্ন উৎসব, সাংস্কৃতিক উৎসব, শিশু অধিকার সপ্তাহ ইত্যাদি পালন করা হয়। এছাড়াও বিভিন্ন জাতীয় দিবসসমূহ যথাযথ মর্যাদায় উৎযাপন করা হয়। শিশু একাডেমীতে শিশু উপযোগী একটি গ্রন্ধাগার রয়েছে। শিশু একাডেমী কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কর্র্মসূচীও চালু রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS