Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ

বাংলাদেশ শিশু একাডেমী কক্সবাজার জেলা শাখা অফিসের মাধ্যমে প্রতি বছর শিশুদের সৃজনশীলতা ও মনন বিকাশের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়। এ সকল কার্যক্রমের মাধ্যমে বিপুল সংখ্যক শিশু মনন বিকাশের সুযোগ পায়। প্রতি বছর ২৪ টি ইভেন্টে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রায় ৫০০০ শিশু অংশগ্রহণের সুযোগ পায়। প্রতি বছর প্রায় ১৫০ জন শিশুকে সংগীত, নৃত্য ও চিত্রাংকন ৩টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বছরে প্রায় ৯০০ জন শিশু শিশু একাডেমীর লাইব্রেরীতে বই পড়ার সুযোগ লাভ করে। শিশু একাডেমীর বিভিন্ন কর্মকান্ড, জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা সৃজনশীল, মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন্য ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে গড়ে উঠায় প্রনোদিত হয়েছে।